ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মে ১, ২০১৫
নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়

ময়মনসিংহ: নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে বিদেশিদের কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর  পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

শুক্রবার (০১ মে) দুপুরে ময়মনসিংহের নান্দাইলে চন্ডী পাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।



এর আগে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

গওহর রিজভী বলেন, বিদেশিদের কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই। তিন সিটি করপোরেশন নির্বাচনে দেশের মানুষ সন্তুষ্ট হয়েছে। সরকার নির্বাচন পরিচালনা করেনি, করেছে নির্বাচন কমিশন। যদি নির্বাচনে কোনো ক্রটি হয়ে থাকে, তবে নির্বাচন কমিশনই তদন্ত করে ব্যবস্থা নেবে।

শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিন, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, সন্দীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মে ০১, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।