ঝালকাঠি: আওয়ামী লীগ সরকার প্রত্যেক ক্ষেত্রে শ্রমিকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শুক্রবার (০১ মে) দুপুরে ঝালকাঠিতে মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিল্পমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের মাধ্যমে আমরা অনেক বৈদেশিক মুদ্রা আয় করি। পোশাক শিল্প মালিকরা যথাযথভাবে শ্রমিকদের প্রতি দৃষ্টি দিত না।
কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এ শিল্পের শ্রমিকরা মাসে পাঁচ হাজার টাকা বেতন পাচ্ছেন। এর আগে মাত্র ৯শ’ থেকে ১১শ’ টাকা মাসিক বেতন পেতেন তারা।
শিল্পমন্ত্রী বলেন, ঝালকাঠিতে বিসিক শিল্প নগরী গড়ে তোলার জন্য ইতোমধ্যে জমি ক্রয় করা হয়েছে। কয়েকদিন পরেই মাটি ভরাটের কাজ শুরু হবে।
জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আফজাল হোসেন ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এসএম রুহুল আমিন রেজভী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মে ০১, ২০১৫
এমজেড