ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

‘সিটি নির্বাচন সাজানো নাটক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, মে ১, ২০১৫
‘সিটি নির্বাচন সাজানো নাটক’ ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সদ্য সম্পন্ন হওয়া তিন সিটি করপোরেশন নির্বাচনকে সাজানো নাটক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর)। একই সঙ্গে ‘প্রশ্নবিদ্ধ’ এ নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন তিনি।



শুক্রবার (০১ মে) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশে তিনি এ দাবি জানান।

মহান মে দিবস উপলক্ষে ঢাকা মহানগর ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে এ শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের প্রধান অতিথি চরমোনাই পীর বলেন, ২৮ তারিখের সিটি নির্বাচন সরকারের একটি সাজানো নাটক। এই নির্বাচনে জনগণ তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেনি।  

‘এ নির্বাচন  জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি। তাই আমরা এই নির্বাচনকে বাতিল করে অবিলম্বে নতুন নির্বাচন দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি,’ বলেন তিনি।

সমাবেশে ইসলামী আন্দোলন নেতা ও সদ্য সমাপ্ত সিটি নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী শেখ ফজলে বারী মাসউদ বলেন, এবারের সিটি নির্বাচনে ভোট জালিয়াতির ইতিহাস সৃষ্টি  হয়েছে। তাই এই নির্বাচনকে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বলা যায় না।

‘জামানত ফেরত চেয়ে নির্বাচন কমিশনে’র উদ্দেশে তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য যে টাকা জমা দিয়েছি, সেটা চুরির টাকা নয়। শতভাগ হালাল টাকা। তাই আমার জামানতের টাকা ফেরত দিন।

সমাবেশ শেষে দেশের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

ঢাকা মহানগর শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মাদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আবদুর রহমান, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন,ঢাকা জেলা সভাপতি  সৈয়দ আলহাজ আলী মোস্তফা,শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ খলিলুর রহমান, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মাদ ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মে ০১,২০১৫
এলকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।