ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

পেট্রোলবোমাসহ জামায়াতের ১৫ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মে ১, ২০১৫
পেট্রোলবোমাসহ জামায়াতের ১৫ নেতাকর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠক চলাকালে জামায়াতের উপজেলা আমিরসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এ সময় সেখান থেকে ১০টি ককটেল, ৮টি পেট্রোলবোমা, আধা কেজি গান পাউডার এবং কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।



আটকদের মধ্যে রয়েছেন- শিবগঞ্জ উপজেলা জামাতের আমির অধ্যাপক মো. ইউনুস আলী, চককীর্ত্তি ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আ. হালিম ও শিবগঞ্জ উপজেলা কর্মপরিষদের সদস্য মনিরুল ইসলাম।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার ইসলামি একাডেমি চত্বর থেকে তাদের আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সহকারী পুলিশ সুপার(সার্কেল) মতিউর রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় নাশকতা সৃষ্টি করার জন্য গোপন বৈঠক চলছে। এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ ইসলামি একাডেমি চত্বরে অভিযান চালায় পুলিশ।

এ সময় বৈঠকরত অবস্থায় শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. ইউনুস আলীসহ ১৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০টি ককটেল,৮টি পেট্রোলবোমা, আধা কেজি গান পাউডার এবং কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

বাংলাদশে সময়: ২০২৪ ঘণ্টা,  মে ০১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।