ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মে ২, ২০১৫
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে ছবি: স্বাস্থ্যমন্ত্রী মো: নাসিম

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ উড়িয়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

শনিবার (০২ মে) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে বৈঠক শেষে এক ব্রিফিং এ তিনি এ দাবি করেন।



তিনি বলেন, নির্বাচনে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। স্থানীয় নির্বাচনে প্রাণহানির মতো ঘটনাও ঘটে। কিন্তু এবারের নির্বাচনে তেমনটি হয়নি।

নাসিম বলেন, নির্বাচনের দিন মানুষ সকাল ৮টা থেকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কারচুপি হলে বিএনপি নয় লাখ ভোট পেল কিভাবে?

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা,এম ০২, ২০১৫
এসকে/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।