ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচন কমিশন সরকারি দলের হয়ে কাজ করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মে ২, ২০১৫
নির্বাচন কমিশন সরকারি দলের হয়ে কাজ করেছে আ স ম আব্দুর রব

ঢাকা: সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচন কমিশন সরকারি দলের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব।
 
শনিবার (০২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ছোট হলরুমে জেএসডি আয়োজিত নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।



নির্বাচন কমিশনকে সরকারি দলের অঙ্গ সংগঠন উল্লেখ করে আ স ম আব্দুর রব বলেন, নির্বাচনে শুধু আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনই নয় স্বয়ং নির্বাচন কমিশন সংগঠনের হয়ে কাজ করেছে।

তিনি বলেন, নির্বাচনের দিন সকাল থেকে অনেক মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের অভিযোগ দায়ের করা হলেও কমিশন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।

সরকার দলীয় ‘মাস্তানরা’ কেন্দ্র দখল করে সিল মেরে বালট বাক্স পূরণ করেছে। কোনো কোনো কেন্দ্রে সিল মারা ব্যালটে ভরা বাক্সও দেখা গেছে বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচনে ভোট জালিয়াতির এসব দৃশ্য সাংবাদিকরা ক্যামেরায় ধারণ করলে তাদের উপর হামলা ও ভাঙচুর করা হয়।
 
তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন জনগণের উৎসব ছিল না। এটা ছিল সরকারি দলের উৎসব। এ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হলো, কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়।

জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও সংঘাত সহিংসতা মুক্ত সুস্থ রাজনীতি নিশ্চিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সংসদ, উপজেলা ও সিটি করপোরেশনের নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতনসহ নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ০২, ২০১৫
এজেডকে/আইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।