ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচনে ‘সার্জিক্যাল কারচুপি’র অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মে ২, ২০১৫
নির্বাচনে ‘সার্জিক্যাল কারচুপি’র অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সদ্য অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনকে ‘সার্জিক্যাল নির্বাচন’ আখ্যা দিয়ে তা বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন।

তিনি অভিযোগ করে বলেছেন, ৯৬’র নির্বাচন ছিল স্থুল কারচুপি, ২০০৮ সালের নির্বাচনে হয়েছে ডিজিটাল কারচুপি।

আর সিটি করপোরেশন নির্বাচনে সার্জিক্যাল কারচুপি হয়েছে। দেশের মানুষ, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং বিশ্ববাসীর কাছে তা ধরা পড়েছে। কিন্তু তা নিয়ে কোনো অনুশোচনা নেই।

শনিবার(০২ মে’২০১৫) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়নুল আবেদীন।

নির্বাচন কমিশনের প্রতি অভিযোগ তুলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক এই নেতা আরও বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। এই কমিশনের অধীনে অতীতে নিরপেক্ষ নির্বাচন হয়নি, ভবিষ্যতেও হবে না। তার কমিশনকে পদত্যাগের আহ্বান জানাই।

অবিলম্বে ৩সিটি নির্বাচন বাতিল করে প্রধানমন্ত্রীর কাছে পুনঃনির্বাচনের দাবি জানিয়ে জয়নুল আবেদীন বলেন, গণতন্ত্র না থাকলে নিয়মতান্ত্রিক রাজনীতিও থাকে না।

বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন তিনি।

ব্যানারের বাইরে ৯ জন
মানববন্ধনে আনুমানিক ১৫ ফুট লম্বা একটি ব্যানার ধরে দাঁড়ান আয়োজক সংগঠনসহ বিএনপির ১৫/১৭ জন নেতা-কর্মী। এর বাইরে বাম দিকে ছিলেন মাত্র ৯জন। যাদের বেশিরভাগকেই প্রেস ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে টাকার বিনিময়ে যোগ দিতে দেখা যায়।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা মোশাররফ হোসেন ও জাহাঙ্গীর আলম মিন্টু, আয়োজক সংগঠনের মহাসচিব লুৎফর রহমান, যুগ্ম-সম্পাদক আবু ইউনুস প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তৃতার শুরুতে জয়নুল আবেদীন অভিযোগ করেন, এই কর্মসূচিকে ভেস্তে দেওয়ার জন্য ‘কতো রকম’ ব্যবস্থা চলছে। এজন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখবো।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫
এমআইএইচ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।