কুষ্টিয়া: খালেদা জিয়াকে আগুন সন্ত্রাসী আখ্যায়িত করে জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগুন সন্ত্রাসী খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হবে।
শনিবার (০২ মে) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইনু বলেন, খালেদা জিয়ার সমর্থিত তিন প্রার্থী আগুন যোদ্ধা। সুতরাং এই তিনজনের পরাজয় গণতন্ত্রের পরাজয় নয়, গণতন্ত্রের বাঁচার লক্ষণ। এতে গণতন্ত্র ও রাজনৈতিক প্রক্রিয়া বাঁচল।
তিনি বলেন, আগুন সন্ত্রাসীদের সম্পূর্ণ ধ্বংস করার কাজ হাতে নেওয়া হবে। এটার মাফ নেই, কোনো তদবির চলবে না। এটা মুক্তিযুদ্ধের চেতনার ও সংবিধানের প্রশ্ন।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যানের নির্বাচন নিয়ে হতাশার বিষয়ে তিনি বলেন, আমরা কারো খাইও না, পড়িও না। রাজনীতির খেলা খেলবেন না। আগুন সন্ত্রাসী খালেদা জিয়াকে রাজনীতির ময়দানে হালাল করার চেষ্টা করবেন না।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ০২, ২০১৫
এসআর