ময়মনসিংহ: ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটুর কঠোর সমালোচনা করে তাকে সতর্ক করেছেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। শুক্রবার রাতে ময়মনসিংহ শহরে এক জনসভায় আওয়ামী লীগ দলীয় মেয়রের বিরুদ্ধে তিনি নানা অভিযোগের ঝাঁপি খুলে বসেন।
দলীয় সূত্র জানায়, স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে এখন দু’পক্ষের প্রকাশ্য মহড়া, হামলা-ভাঙচুর নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত এক সপ্তাহ ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যকার বিবাদমান সাপে-নেউলে সম্পর্ক চরম আকার নেয়।
শনিবার দুপুরে শহরতলী আকুয়া মোড়লপাড়া এলাকায় মেয়র পক্ষের যুবলীগ নেতা শাহীনুর রহমানের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহীনুরের অনুসারী মোস্তফা নামের একজন গুলিবিদ্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, শুক্রবার রাত সোয়া ৮টায় শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মহান মে দিবস উপলক্ষ্যে জেলা শ্রমিক লীগ আয়োজিত জনসভায় ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি ১৯৫৮ সাল থেকে আওয়ামী লীগ করি। অথচ মিডিয়ায় আমার সঙ্গে টিটুকে আনা হয়। বলা হয় মন্ত্রী গ্রুপ আর টিটু গ্রুপ। টিটু’র সঙ্গে আমার নাম বেহেশতে গেলেও আমি লজ্জা পাই।
নিজের বক্তব্যের শুরুতে এবং শেষের দিকে দু’দফা আ’লীগ দলীয় মেয়র টিটু’র সমালোচনা করে মন্ত্রী আরো বলেন, জামালপুর, নর্থবেঙ্গল, পশ্চিমবঙ্গ ঘুইরা আল্লাহ তাগোরে ময়মনসিংহে জাইগ্যা দিছে। এতো খুঁচাইন্নাযে। খুঁচাইলে অসুবিধা অইবো। পৌরসভা থেকে যেসব জমি বিক্রি হইছে সব ধরাইয়া দিমু।
দীর্ঘদিন মন্ত্রী মেয়র টিটু’র ভূমিকায় ভীষণ অসন্তুষ্ট হবার পরেও মুখ বন্ধ করে রেখেছিলেন, এমনটাও ইঙ্গিত করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা প্রিন্সিপাল মতিউর। বলেন, আমি ৫ বছর কিছু বলি নাই। জনগণ ও পৌরসভার পক্ষে বলেছি। পত্র-পত্রিকায় পয়সা দিয়া মেয়র গ্রুপ মন্ত্রী গ্রুপ লিখাইছে।
মন্ত্রী তীর্যক ভাষায় মেয়রকে উদ্দেশ্য করে বলেন, কাইলের মুরগি আইজই কয় টুক্কুরু। সামনে পৌরসভা নির্বাচনে আল্লাহ আমাকে বাঁচাইয়্যা রাখলে মেয়র টিটু কী কী কেলেঙ্কারী করছে, কী কী জমি বিক্রি করছে তার হিসাব আপনারা পাবেন।
মন্ত্রীর এ বক্তব্যের সময় জেলা শ্রমিক লীগ নেতা-কর্মীরা দফায় দফায় করতালি দিচ্ছিলেন। আর মন্ত্রীকেও বেশ রাগান্বিত মনে হচ্ছিল।
জেলা শ্রমিক লীগ সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, আহসান মোহাম্মদ আজাদ, রেজাউল হাসান বাবু প্রমুখ।
সূত্র জানায়, আওয়ামী লীগের প্রভাবশালী রাজনীতিক ও ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান প্রথমবারের মতো পৌর মেয়র ইকরামুল হক টিটুকে নিয়ে প্রকাশ্যে রাজনৈতিক মঞ্চে তুলোধুনো করে বক্তব্য দিয়েছেন। এ ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গণে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু বিদেশ থাকায় মন্ত্রীর বক্তব্যের বিষয়ে তার মন্তব্য জানা যায়নি। এ বিষয়ে মেয়র পক্ষের নেতা হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম বলেন, না জেনে, না বুঝে কোন মন্তব্য করা যাবে না।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ০২, ২০১৫
জেডএম