ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে যুবলীগ নেতার বাসায় হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মে ২, ২০১৫
ময়মনসিংহে যুবলীগ নেতার বাসায় হামলা

ময়মনসিংহ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহ শহরের আকুয়া এলাকায় যুবলীগ নেতা শাহীনুর রহমানের বাসায় হামলা চালিয়েছে প্রতিপক্ষ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে গোলাম মোস্তফা (৩০)  নামের এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হন।

শনিবার (০২ মে) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত সোমবার আকুয়া মোড়লপাড়া হাবুন বেপারী এলাকায় ধর্মমন্ত্রীর ছোট ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন সরকারের চেম্বার ভাংচুর করা হয়। এ ঘটনার জের ধরে শনিবার দুপুরে তার কর্মী সমর্থক ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা যুবলীগ নেতা শাহীনুরের বাসায় তাণ্ডব চালায়।

এ সময় প্রতিপক্ষের ছুঁড়া গুলিতে যুবলীগ কর্মী মোস্তফা (৩০) গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বেলা সাড়ে ৩টার দিকে তাকে ঢাকায় নেওয়া হয়।

যুবলীগ নেতা শাহীনুর রহমান সাংবাদিকদের অভিযোগ করেন, ধর্মমন্ত্রীর ছেলে শান্ত ও তার ভাই আফাজ গ্রুপের ছাত্রলীগ-যুবলীগ আমার বাসায় হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে আমার গ্রুপের একজন গুলিবিদ্ধ ও দু’জন আহত হন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোস্তফা নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি জানান, এ ঘটনায় আফাজ গ্রুপের ৫ জনসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। একই বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মাহাবুব জানান, কারা গুলি করেছে তা নিশ্চিত করে বলা যাবে না।

দলীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে একই ঘটনায় শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের বড় ভাই তারেক হায়দারের মালিকানাধীন শহরের কাচারীঘাটস্থ হিমু আড্ডা রেষ্টুরেন্টে হামলা চালায় অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা হিমু আড্ডা ভাংচুর করে ক্যাশবাক্স লুট করে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ০২, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।