ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ফিরে পেতে নিখোঁজের ৫৩তম দিনে আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
শনিবার (২ মে) বিকেল সোয়া ৫টার দিকে গুলশান-২’র নাভানা টাওয়ারের নিজ বাসায় তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান।
হাসিনা আহমেদ বলেন, আমি এর আগেও বলেছি এখনও বলছি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কোথায় নিয়ে গেছে, কীভাবে নিয়ে গেছে তা আমাদের জানা নেই। কেন নিয়ে গেছে সেসব বিষয়ে পেছনে ফিরে তাকাতেও চাইনা। শুধু প্রধানমন্ত্রীর কাছে দাবি, অক্ষত অবস্থায় ছেলেমেয়ের কাছে তাকে ফিরিয়ে দেওয়া হোক। শুধু আমরা তাকে ফিরে পেতে চাই।
এ সময় সালাহ উদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করেন, বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, সালাহ উদ্দিন একটি দলের যুগ্ম মহাসচিব, আইন-শৃংখলা বাহিনীর পরিচয়ে তাকে এভাবে তুলে নেওয়া হবে এটা ভাবা যায় না। এটি গণতন্ত্রের জন্য অশনিসংকেত। এ ঘটনা রাজনীতি অঙ্গনের উদ্বেগ বাড়িয়ে দেবে।
তিনি আরও বলেন, আমিও পত্র পত্রিকায় দেখেছি তাকে আইন-শৃংখলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। দেশে-বিদেশে আমাদের আইন-শৃংখলা বাহিনীর অনেক সুনাম রয়েছে। তাই আমার বিশ্বাস আইন-শৃংখলা বাহিনী চাইলেই তাকে ফিরে পাওয়া সম্ভব।
এ সময় সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাজাহানসহ অন্যান্য নেতাকর্মীরা ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৫০ঘণ্টা, মে ০২, ২০১৫
এমআইএস/এসএন/আরআই