কুষ্টিয়া: কুষ্টিয়ায় একটি হাটের ইজারা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
শনিবার (০২ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত ২৩ জনকে আটক করেছে পুলিশ। আহত ও আটকদের নামপরিচয় জানা যায় নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কমলাপুর বাজারের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক ইউপি মেম্বার শাহজাহান আলীর মধ্যে বিরোধ চলে আসছে।
এর জের ধরে সকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাড়িঘর ভাঙচুর, ফসলি জমি বিনষ্টের ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর কয়েকজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হযেছে।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মে ০২, ২০১৫
এমজেড