ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

বু্দ্ধ পূর্ণিমায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের খালেদার শুভেচ্ছা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মে ২, ২০১৫
বু্দ্ধ পূর্ণিমায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের খালেদার শুভেচ্ছা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

ঢাক: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শনিবার এক বাণীতে খালেদা জিয়া বলেন, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বী ভাই বোনদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।



বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে খালেদা জিয়া বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনেই এদেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠী-সমূহের সম্মিলিত আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটেছে। বাংলাদেশে সকল ধর্মের অনুসারীরা পারস্পরিক সৌহার্দে্যর বন্ধনে আবদ্ধ। আমরা ধর্মীয় সংখ্যাগুরু ও সংখ্যালঘু বিভাজনে বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশি। ধর্মীয় সম্প্রীতি এবং সকল ধর্মের মর্যাদা রক্ষায় আমরা সবসময় সচেষ্ট থেকেছি এবং আগামীতেও সে প্রয়াস অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মে ০২, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।