ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

মাদারীপুর ছাত্রদল নেতাকে গ্রেফতারের নিন্দা রিপনের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মে ২, ২০১৫
মাদারীপুর ছাত্রদল নেতাকে গ্রেফতারের নিন্দা রিপনের ছবি: ফাইল ফটো

ঢাকা: মাদারীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফহিদুজ্জামান খানকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

শনিবার (২ মে) সন্ধ্যায় বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।



বিবৃতিতে ড. রিপন অভিযোগ করেন, শুক্রবার (১ মে) রাতে ফহিদুজ্জামান খানকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে নির্যাতন করেছে।

গ্রেফতার ও নির্যাতনের নিন্দা জানিয়ে বিএনপির এ নেতা ফহিদুজ্জামান খানকে অনতিবিলম্বে মুক্তি দেওয়া আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ০২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।