ঢাকা: মাদারীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফহিদুজ্জামান খানকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
শনিবার (২ মে) সন্ধ্যায় বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে ড. রিপন অভিযোগ করেন, শুক্রবার (১ মে) রাতে ফহিদুজ্জামান খানকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে নির্যাতন করেছে।
গ্রেফতার ও নির্যাতনের নিন্দা জানিয়ে বিএনপির এ নেতা ফহিদুজ্জামান খানকে অনতিবিলম্বে মুক্তি দেওয়া আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ০২, ২০১৫
এইচএ/