ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে বিএনপি-জাপার ২৫০০ নেতাকর্মী আ.লীগে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মে ২, ২০১৫
সিরাজগঞ্জে বিএনপি-জাপার ২৫০০ নেতাকর্মী আ.লীগে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) প্রায় আড়াই হাজার নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন সদরের কালিয়া হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান।

শনিবার (০২ মে) সন্ধ্যায় কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া মডেল স্কুল মাঠে আয়োজিত জনসভায় সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার হাতে নৌকা ও ফুলের তোড়া দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন।



এ সময় ইউনিয়ন জাপার সভাপতি ও সাবেক ইউপি সদস্য জাকির হোসেন, সিরাজগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহেদ খান, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রহমানসহ  ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং জাপার প্রায় আড়াই হাজার নেতাকর্মী তার সঙ্গে আওয়ামী লীগে যোগ দেয় বলে বাংলানিউজকে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মিজা।
 
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, বিএমএ সভাপতি ডা. জহুরুল হক রাজা, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল খান প্রমুখ বক্তব্য রাখেন।

যোগদান প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ও শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির উপর আস্থা রেখে এবং সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার স্বচ্ছ ধারার রাজনীতিকে বেগবান করতে আওয়ামী লীগে যোগদান করেছি।

উন্নয়নের রাজনীতিতে আওয়ামী লীগের বিকল্প নেই বলেও তিনি দাবি করেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মে ০২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।