ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

নাশকতা মামলার আসামিকে পুলিশে দিল জনতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মে ২, ২০১৫
নাশকতা মামলার আসামিকে পুলিশে দিল জনতা

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমিরের ছোট ভাই খাইরুল ইসলামকে (৪৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তার মোটরসাইকেলেও আগুন দেয় তারা।



শনিবার (০২ মে) বিকেলে উপজেলার কোমরপুর চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

খাইরুল উপজেলার দরবস্ত ইউনিয়নের দুগলাগাড়ি গ্রামের মৃত ছফের আলীর ছেলে। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানায়, বিকেলে ব্যক্তিগত কাজে কোমরপুর বাজারে আসেন খাইরুল। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে তার ব্যবহৃত টিভিএস ১০০ সিসির মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে, তাকে পুলিশে সোপর্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খায়রুলের বিরুদ্ধে থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ০২, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।