ঢাকা: দলের সিনিয়র আইনজীবীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার (০২ মে) রাত ৮টায় প্রায় ঘণ্টাব্যাপী গুলশানে চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সদ্য অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচন, নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা-গ্রেফতারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এতে ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
তবে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি কেউই।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মে ০২, ২০১৫, আপডেট: ২৩৫৩ ঘণ্টা
এমএম/বিএস/এমএ
** রাতে আইনজীবীদের সঙ্গে খালেদার বৈঠক