ঝিনাইদহ: ঝিনাইদহের ছয় উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ২৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০২ মে) রাত থেকে রোববার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান বাংলানিউজকে জানান, নাশকতার পরিকল্পনা করছে এমন অভিযোগে হরিণাকুণ্ডু উপজেলা থেকে জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করা হয়।
এছাড়া বিভিন্ন মামলায় হরিণাকুণ্ডু উপজেলা থেকে একজন, শৈলকুপা থেকে চার, সদর থেকে পাঁচ, কালীগঞ্জ থেকে আট, কোটাচাঁদপুর থেকে তিন ও মহেশপুর উপজেলা থেকে তিন জনকে গ্রেফতার করা হয়।
তাদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মে০৩, ২০১৫
এএটি/এসআর