ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়া শহর যুবদল সভাপতি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মে ৩, ২০১৫
বগুড়া শহর যুবদল সভাপতি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়া শহর যুবদলের সভাপতি মাছুদ রানা মাছুদকে (৪০) নাশকতার মামলায় গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ মে) দিনগত রাত পৌনে ৩টার দিকে জেলা সদরের ছোট কুমিড়া এলাকা থেকে ২২টি ককটেল ও একটি পাইপগানসহ গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।



বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসারের নেতৃত্বে পুলিশের একটি দল মাছুদের শ্বশুরবাড়ি ছোট কুমিড়ায় তাকে গ্রেফতারে অভিযান চালায়। এ সময় পুলিশের উপর হামলা চালান তিনি। আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হন মাছুদ। ওই অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

ওসি আবুল বাসার জানান, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতাসহ মাছুদ রানার বিরুদ্ধে ৩৪টি মামলা রয়েছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাংলানিউজকে জানান, মাছুদের পায়ে গুলি লেগেছে। তাকে শজিমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গ্রেফতার যুবদল নেতা মাছুদ রানা ছোট কুমিড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, মে ০৩, ২০১৫
টিআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।