ঢাকা: সিটি নির্বাচনে অনিয়মের ব্যাপারে বিদেশি রাষ্ট্রগুলোর কাছে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছে যে খেলায় হারে সে কেবল নালিশ দেয়।
রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা (বিএনপি) সিটি নির্বাচনে অংশ নিয়েছিলো। নির্বাচনের ২/১ দিন আগে তাদের কথোকপথন ফাঁস হয়েছিলো। এখন তারা তাদের ব্যর্থতা ঢাকতে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন।
তিনি বিএনপির উদ্দেশ্যে আরো বলেন, বিদেশিদের কাছে যান কোনো সমস্যা নেই। তবে পেট্রোল বোমা মেরে কয়জনকে ঝলসিয়েছেন সে হিসাবও তাদের কাছে দেবেন। বিদেশিরা আপনাদের সম্পর্কে জানে। কোনো লাভ হবে না। ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নেন।
আলোচনা সভায় শিক্ষকদের পক্ষ থেকে প্রধান শিক্ষকদের নিচের ধাপে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ, শতভাগ পদোন্নতি, সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের সঙ্গে একই শ্রেণীতে অন্তর্ভুক্ত করা এবং সহকারী শিক্ষকপদ এন্ট্রি করে পরিচালক পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা করার দাবি জানানো হয়।
এ দাবির বিষয়ে হাছান মাহমুদ বলেন, শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করবো।
আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বর্তমান বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষকদের বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করা উচিত। এছাড়া তাদের পদমর্যাদার বিষয়টিও পুর্নমূল্যায়ন করা উচিত।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমরা শিক্ষিত শয়তান চাই না, যারা যুদ্ধের সময় পাকিস্তানের দালাল ছিলো। কতিপয় শিক্ষিত শয়তান বঙ্গবন্ধুকে হত্যা করে সংবিধান লঙঘন করেছে। আর এখন আগুন যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে কতিপয় শিক্ষিত শয়তান। আর শিক্ষিত শয়তানের নেত্রী হচ্ছেন খালেদা জিয়া।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো.আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো.সেলিম এমপি।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মে ০৩,২০১৫
এমএইচপি/আরআই/