ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে ট্রাকচাপায় আওয়ামী লীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মে ৩, ২০১৫
টাঙ্গাইলে ট্রাকচাপায় আওয়ামী লীগ নেতা নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়ায় ট্রাকের চাপায় আমজাদ হোসেন মাস্টার (৫০) নামে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।

রোববার (৩ মে) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত আমজাদ হোসেন সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বোয়ালী বিএলএস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানান, দুপুরে আমজাদ হোসেন মোটরসাইকেলে করে সখীপুর থেকে টাঙ্গাইল যাচ্ছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের তারুটিয়ায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহতের মৃতদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, মে ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।