ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

ঘাটাইলে শিবিরকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মে ৩, ২০১৫
ঘাটাইলে শিবিরকর্মী আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মুজাহিদুল ইসলাম (২২) নামে শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (০৩ মে) সকালে উপজেলার আনেহলা ইউনিয়নে যোগীহাটী গ্রামের খন্দকার আদর্শ বিদ্যালয়ে শিবিরের সাথী সম্মেলনস্থল থেকে তাকে আটক করা হয়।



এ সময় তার কাছ থেকে বেশকিছু জিহাদি বই উদ্ধার করে পুলিশ।

আটক মুজাহিদুল বাসাইল উপজেলার কাশিল গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাকসুদুল আলম বাংলানিউজকে জানান, আনেহলা ইউনিয়নের খন্দকার আদর্শ বিদ্যালয়ে জেলার কয়েকটি উপজেলা থেকে শিবিরের প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে সাথী সম্মেল হওয়ার কথা ছিল।

উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক কাজী আ. রহিমের নেতৃত্বে এ কর্মসূচির খবরে পুলিশ সভাস্থল ঘেরাও করে। এ সময় দৌড়ে পালাতে গিয়ে আটক হন মুজাহিদুল।

এ সময় সভাস্থল থেকে লিফলেট, ব্যবহৃত ডায়েরি ও বেশকিছু জিহাদি বই  উদ্ধার করা হয় বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।