ঢাকা: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন ও কাউন্সিলরগণ রোববার সন্ধ্যা সাতটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সদস্য অামিনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীদের জয়লাভের একদিন পর ঢাকার দুই মেয়র প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করেন। তবে, এ সময় আ জ ম নাসির উপস্থিত হতে পারেননি। তাই আজ দেখা করতে যাচ্ছেন চট্টগ্রামের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এ সময় তার সহধর্মিণী শিরিন আকতারসহ বিভিন্ন ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতারাও নবনির্বাচিত মেয়রের সঙ্গে থাকবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এমইউএম/আরআই