গাইবান্ধা: চলমান বিশেষ অভিযানে গাইবান্ধায় বিএনপি-জামায়াতের তিনকর্মীসহ ১৭ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রোববার (৩ মে) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। এদের মধ্যে বিএনপি-জামায়াতের তিন কর্মী রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মে ০৩, ২০১৫
আরএ