জয়পুরহাট: জয়পুরহাট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আফজাল হোসেন লরোর (৪৬) হত্যাকারী মোহনকে (১৯) আটক করেছে পুলিশ।
রোববার (০৩ মে) দুপুর দেড়টার দিকে জয়পুরহাট-বগুড়া রোডের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোহন জয়পুরহাট শহরের আমতলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করা রিকশাচালক শাহজাহান আলীর ছেলে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এরআগে বেলা সাড়ে ১১টার দিকে শহরের সবুজ নগরের বাড়ি থেকে পাশের মাঠে গরুর খাদ্য সংগ্রহের জন্য ঘাস কাটতে যান লরো। পথে একদল যুবকের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে মোহনসহ কয়েক বখাটে যুবদল নেতা লরোকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর বেলা সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ ইতোমধ্যেই হত্যাকারী মোহনকে আটক করেছে। মোহন ২ বছর আগে শহরের মাদ্রাসা রোডে এক যুবক হত্যাকাণ্ডের মামলায় জামিনে থাকা আসাসি।
ওসি আরো জানান, লরো হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় মামলা করা হবে বলে তিনি জেনেছেন।
** জয়পুরহাটে ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এসআর