ঝিনাইদহ: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শুভ্র ও সাধারণ সম্পাদক কনককে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ।
রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে পোস্ট অফিস মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগর সভাপতি শাকিল আহম্মেদ, সহ-সভাপতি মামুন হুসাইন, রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক রানা হামিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ অধিকারী মানিক, কেসি কলেজ ছাত্রলীগের রেজওয়ানুল হক রিপন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মে ০৩, ২০১৫
পিসি/