ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

‘পিন্টুকে মেরে ফেলার অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মে ৩, ২০১৫
‘পিন্টুকে মেরে ফেলার অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা: নাসির উদ্দিন পিন্টুকে হত্যার অভিযোগ উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পিন্টুকে হত্যার দাবি উদ্দেশ্য প্রণোদিত। তাকে কারাগারের সব সুবিধাই দেওয়া হচ্ছিলো।



রোববার (৫ মে) বিকেল পৌনে ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অপরাধ বিষয়ক ত্রৈমাসিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নাসির উদ্দিন পিন্টুকে নির্যাতনের প্রশ্নই আসে না। তিনি একজন বন্দি এবং বন্দি হিসেবে প্রিজনে (কারাগারে) যত ধরনের অধিকার রয়েছে, তিনি সবই ভোগ করেছেন।

পিন্টু ডাক্তারের কাছ থেকে চিকিৎসার সুযোগ ও অন্যান্য সুবিধাও পেয়েছেন উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, তিনি (পিন্টু) রাজশাহী প্রিজনে (কারাগারে) ছিলেন। সেখানে অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ওখানেই তিনি হার্ট অ্যাটাকে মারা যান। এর বাইরে কিছুই ঘটেনি। যে বা যারা এটিকে কেন্দ্র করে ভিন্ন বক্তব্য দিচ্ছেন, তা উদ্দেশ্য প্রণোদিত। তাদের এই বক্তব্যের কোনো ভিত্তি নেই।

লাশের পোস্টমর্টেম করা হবে জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পোস্টমর্টেমের পরেই মৃত্যুর কারণটি আরও স্পষ্ট হবে। এই রিপোর্টে ভিন্ন কোনো আলামত পাওয়া গেলে সেটি দেখা হবে। তবে আইজি প্রিজন বা কারা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, যথাযথভাবেই তারা তাদের দায়িত্ব পালন করেছেন।
 
বিডিআর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান। পিন্টুর পরিবারের পক্ষ থেকে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ৩, ২০১৫, আপডেট: ১৮২২ ঘণ্টা
এনএইচএফ/আরএম/জেডএম

** পিন্টুকে মেরে ফেলা হয়েছে, দাবি পরিবারের
** নাসির উদ্দিন পিন্টুর মৃত্যু
** পিন্টুর মৃত্যুর ঘটনায় রাজপাড়া থানায় অপমৃত্যু মামলা
** নাসির উদ্দিন পিন্টুর মৃত্যুতে লেবার পার্টির শোক
** আজিমপুরে দাফন পিন্টুর‍

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।