ঢাকা: সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ লেবার পার্টি।
রোববার (০৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. ফারুক রহমান ও প্রচার সম্পাদক আবদুর রহমান খোকন এ শোকবাণী জানান।
এতে বলা হয়, পিন্টু একজন সৎ, সাহসী ও সাচ্চা দেশপ্রেমিক জাতীয়তাবাদী আদর্শের সৈনিক ছিলেন। জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক সংগ্রামের সকল নেতাকর্মীদের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে সামনে এগিয়ে যেতে হবে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ০৩, ২০১৫
পিআর/এটি/