ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৩ মে) দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এজাদুল হক পারুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর আহম্মেদ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-দফতর সম্পাদক রফিকুল ইসলাম রতন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রওনক শিহাব রব্বানী, মিজানুর রহমান মিলন, যুবলীগ নেতা কামরুজ্জামান বুলবুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এএ