ঢাকা: বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
রোববার (৩ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিজ্ঞপ্তিতে সংগঠনটির আমির প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ শোক প্রকাশ করেন।
শোক বাণীতে তারা বলেন, নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে দেশ একজন রাজনীতিবিদ ও সমাজ সেবককে হারালো, যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
শোকবাণীতে নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিডিআর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক ছাত্রদল সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান।
** নাসির উদ্দিন পিন্টুর মৃত্যু
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এলকে/আরএম