রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর সদস্য পদ নবায়ন করা হয়েছে।
তিনি এ উপজেলায় আওয়ামী লীগের সদস্য।
উপজেলা দলীয় কার্যালয়ে শনিবার (২ মে) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলা বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক. রেজাউল করিম রাজু।
সভা শেষে সজীব ওয়াজেদ জয় এর সদস্য পদ নবায়নের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, সহসভাপতি মতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান সোহেল, সাংগাঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা, সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, জেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর বখশি, জেলা যুবলীগের সাবেক সভাপতি খাইরুল কবির খোকন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, আলহাজ্ব মকবুল হোসেন সর্দার, অধ্যক্ষ মমিনুল ইসলাম রন্তু, সাইদুর রহমান চৌধুরী, আনওয়ারুল ইসলাম মান্নু, যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার পবিত্র, মোস্তাফিজুর রহমান বাবলু, সাংগাঠনিক সম্পাদক রুহুল আমিন বিএসসি, দপ্তর সম্পাদক রুহুল মাস্টার ছাড়াও ওয়ার্ড এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা ।
বাংলাদেশ সময় ১৮০৭ ঘণ্টা, মে ৩, ২০১৫
কেজেড/