ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

উল্লাপাড়ায় বিএনপি-শিবিরের ৩ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মে ৩, ২০১৫
উল্লাপাড়ায় বিএনপি-শিবিরের ৩ নেতাকর্মী গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বিএনপি-শিবিরের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৩ মে) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পরে বিকেলে আদালতের মাধ্যমে এদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এরা হলো-উপজেলার রামকান্তপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে বিএনপি নেতা আব্দুল মমিন, দুর্গানগর ইউনিয়ন শিবিরের সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন ও চর সাতবাড়িয়া গ্রামের মৃত সোরহাব আলীর ছেলে বিএনপি কর্মী আব্দুল খালেক।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, এদের সরকারি কাজে বাধা ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বিকেলে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।