ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে রেলমন্ত্রীর শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মে ৩, ২০১৫
টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে রেলমন্ত্রীর শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

রোববার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।



এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রেলকে সাজানো হচ্ছে। বিদেশ থেকে ইঞ্জিন ও বগি আনা হচ্ছে। পুরাতন লাইনকে সংস্কার ও নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে।

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, খালেদা জিয়া রেলে আগুন দিয়ে ইঞ্জিন ও বগি পুড়িয়ে সরকারি সম্পদ ধ্বংস করছেন। তার হত্যার রাজনীতি, পেট্রোল বোমার রাজনীতি বাংলার মানুষের কাছে স্থান পায়নি।

মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া ৩ মাস গুলশান কার্যালয়ে অবস্থান করেছেন। সেখান থেকে শূন্য হাতে ফিরে এসেছেন। এরপর তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট চাইতে গিয়েছিলেন, কিন্তু জনগণ তাকে কালো পতাকা দেখিয়ে বিদায় দিয়েছেন।

এর আগে তিনি তার স্ত্রী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তাকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এসময় জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পৌরসভার মেয়র সরদার ইলিয়াস হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মে ০৩, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।