ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

কারা কর্তৃপক্ষের অবহেলায় পিন্টুর মৃত্যু

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মে ৩, ২০১৫
কারা কর্তৃপক্ষের অবহেলায় পিন্টুর মৃত্যু ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: কারা কর্তৃপক্ষের অবহেলায় সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

রোববার (০৩ মে) বিকেল সাড়ে ৪টায় নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি অভিযোগ করেন।



পিন্টুকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়নি, তাকে মৃত্যুর পর হাসপাতালে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন আসাদুজ্জামান রিপন।

রিপন বলেন, তার এ মৃত্যুকে স্বাভাবিক ভাবে মেনে নেওয়া যায়নি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি কিডনি ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।   তার চিকিৎসার জন্য  করা পরিবারের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের স্পষ্ট ‍অর্ডার ছিলো তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলে বিশ্ববিদ্যালয় বা এর সমমানের কোনো হাসপাতালে চিকিৎসা দেওয়া। কিন্তু সিটি করপোরেশন নির্বাচনের আগ মুহুর্তে তাকে ২০ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  

তিনি বলেন, পিন্টুর সুচিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রযোজ্য ছিলো না। এটা তার প্রতি অবিচার করা হয়েছে।  

এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় প্রথমে লালবাগ থানায় মামলা দায়ের করা হয়। পরে মামলাটি নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়। ওই মামলাতে পিন্টুর বিরুদ্ধে বিডিআর সদস্যদের পালিয়ে যেতে সহায়তার অভিযোগ আনা হয়।

পরে ২০১৩ সালের নভেম্বরে বিডিআর হত্যা মামলার রায়ে বিএনপি নেতা পিন্টু এবং আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৫২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৭১ জনকে খালাস দেওয়া হয়। ২০০৯ সালের ২ জুন হাইকোর্টের গেট থেকে পিন্টুকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।