ঢাকা: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময় শুরু হয়েছে।
রোববার (০৩ মে) রাত পৌনে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, সুকমল বড়ুয়া, বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুদকার, কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, বৌদ্ধ ধর্মাবলম্বীদের নেতা সুশীল বড়ুয়া, প্রিয় বধি বিকু, সুনান্দ মিত্র বিকু, সনদ তালুকদার, অমল বড়ুয়া, তারিকা দেওয়ানসহ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্টের নেতারা।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এমএম/বিএস