ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

পিন্টুকে হত্যা করা হয়েছে: খালেদা জিয়া

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, মে ৩, ২০১৫
পিন্টুকে হত্যা করা হয়েছে: খালেদা জিয়া ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া।

রোববার (০৩ মে) রাতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় একথা বলেন।

 

তিনি বলেন, পিন্টুকে হত্যা করা হয়েছে, এর বিচার করতে হবে। কেন কোর্টের আদেশ মানা হলো না। কোর্টের আদেশ অমান্য করে কেন পিন্টুকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হলো। এ হত্যার জন্য হাসিনাকেও ছাড় দেওয়া হবে না।

খ‍ালেদা জিয়া বলেন, কোর্ট পিন্টুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সরকার তা না করে ত‍াকে রাজশাহী কারাগারে স্থানান্তর করে। কিন্তু রাজশাহীতেও ডাক্তার গিয়েছিলো তাকে দেখতে দেওয়া হয়নি। শেখ হাসিনাই পিন্টুর হত্যাকারী। এ হত্যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দায়ী।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, সুকমল বড়ুয়া, বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুদকার, কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, বৌদ্ধ ধর্মাবলম্বীদের নেতা সুশীল বড়ুয়া, প্রিয় বধি বিকু, সুনান্দ মিত্র বিকু, সনদ তালুকদার, অমল বড়ুয়া, তারিকা দেওয়ানসহ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্টের নেতারা।

এত সভাপতিত্ব করছেন বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।

খালেদা জিয়া বলেন, আজকে আমরা মনে অনেক কষ্ট-বেদনা, আমাদের মাঝে পিন্টু আর নেই। চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, এ সরকার সব সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে, খুন-গুম করেছে। রামুর বৌদ্ধ মন্দিরে হামলা করেছে।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার কথা বললেও কোনো ধর্মই মানে না। তারা খুন, গুমের ওস্তাদ। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা ২৮ তারিখের সিটি নির্বাচনে প্রমাণিত হয়েছে।

এসময় মির্জা আব্বাস ও বিএনপি কাউন্সিলরদের জামিন না দেওয়ার সমালোচনা করেন খালেদা।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে ৠাব-পুলিশ দানবের মতো কাজ করছে। তাদের পাহারায় ব্যালট সিল মারা হয়েছে।

শেখ হাসিনার উদ্দেশে খালেদা বলেন, এতো বাড়াবাড়ি ভালো না। কোনো মানুষই পৃথিবীতে স্থায়ী নয়। জোর করে পৃথিবীতে বেশিদিন টিকে থাকা যায় না। কিন্তু তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চায়।

নির্বাচন কমিশনের সমালোচনা করে খালেদা বলেন, কমিশন নির্বোধ বালকের মতো। নির্বাচনে কারচুপি তারা চোখে দেখে না। নির্বাচন নাকি সুষ্ঠু হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।