ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উপকমিটির শুনানিতে জামায়াত সম্পর্কে অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া অভিযোগ করা হয়েছে দাবি করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
রোববার (৩ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উপকমিটির শুনানিতে জামায়াত সম্পর্কে ভিত্তিহীন, অসত্য, অবাস্তব ও মনগড়া তথ্যের ভিত্তিতে যেসব আজব বক্তব্য রাখা হয়েছে তা সম্পূর্ণ বাস্তবতা বির্বজিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
তিনি বলেন, জামায়াত ইসলামীর বিরুদ্ধে সংখ্যালঘুদের ওপর হামলার যে অভিযোগ আনা হয়েছে তা অভিযোগকারীর মনগড়া বক্তব্য ছাড়া আর কিছু না।
জামায়াত সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে ডা: শফিকুর রহমান বলেন, ভিন্ন ধর্মালম্বীদের ধর্মীয় অধিকার লঙ্ঘনের কোনো ঘটনা জামায়াত ইসলামীর ইতিহাসে নেই।
রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জামায়াতের বিরুদ্ধে অসত্য, ভিত্তিহীন অভিযোগ করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালানো হচ্ছে দাবি করে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দলটি।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা,০৩ মে, ২০১৫
এলকে/কেএইচ