ঢাকা বিশ্ববিদ্যালয়: শিক্ষককে লাঞ্ছিত করার দায়ে বহিষ্কৃত বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনকের বহিষ্কারাদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ক্যাম্পাসে পুর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বটতলায় গিয়ে শেষ হয়। এরপর বটতলায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, স্বাধীনতাবিরোধীদের মদদে অন্যায়ভাবে শুভ্র ও কনককে বহিষ্কার করা হয়েছে। অবিলম্বে তাদের এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের দোসর বুয়েট শিক্ষক জাহাঙ্গীর আলমের বিচারের ব্যবস্থা করতে হবে। তা না হলে আরও কঠের কর্মসূচি দেওয়া হবে।
একই দাবিতে আগামী মঙ্গলবার(৫ মে) ঢাবি ক্যাম্পাসে মানববন্ধন ও ১১ ই মে বুয়েট শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাবি সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফসহ সংগঠনটির কেন্দ্রীয়, ঢাবি ও হল শাখার নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মে ৪, ২০১৫
এসএ/আরআই/