ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচন বয়কট উদ্দেশ্যমূলক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মে ৪, ২০১৫
নির্বাচন বয়কট উদ্দেশ্যমূলক ছবি: সংগৃহীত

ঢাকা: সদ্য সমাপ্ত তিন সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে জানিয়ে মন্ত্রিসভার সদস্যরা বলেন, বিএনপির এ নির্বাচন বয়কট উদ্দেশ্যমূলক ।



সচিবালয়ে সোমবার (০৪ মে) মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে একজন মন্ত্রী এ তথ্য জানান।

গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত তিন প্রার্থীই জয়ী হন। তবে অংশ নিলেও ওই দিন দুপুরেই নির্বাচন বয়কট করে বিএনপি।

অনির্ধারিত আলোচনায় মন্ত্রিসভার কয়েকজন সদস্য তিনি সিটি করপোরেশন নিয়ে আলোচনা তোলেন বলে জানান মন্ত্রিসভার ওই সদস্য।

বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। বিএনপি নির্বাচন বয়কট করার সমালোচনা করে তারা বলেন, নির্বাচনকে বিতর্কিত করার জন্যই উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন বয়কট করেছে বিএনপি।

মন্ত্রিসভার ওই সদস্য বলেন, ব্যারিস্টার মওদুদ নির্বাচন বয়কটের ঘোষণা দিতে পারেন না।

জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়া বিএনপি সিটি নির্বাচন নিয়ে বিতর্ক ছড়ানোর জন্যই উদ্দেশ্যমূলকভাবে এ নির্বাচন বয়কট করেছে বলে দাবি করেন আলোচনায় অংশ নেওয়া মন্ত্রিসভার সদস্যরা।

ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই নির্বাচন বয়কট করাই তার প্রমাণ বলে মনে করেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।