ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরা-১ আসনে উপ-নির্বাচনে ৩ প্রার্থীর প্রার্থিতা বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মে ৪, ২০১৫
মাগুরা-১ আসনে উপ-নির্বাচনে ৩ প্রার্থীর প্রার্থিতা বাতিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরা-এক আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র তিন প্রার্থীর প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন সোমবার (চার মে) স্বতন্ত্র প্রার্থী এটিএম মহব্বত আলী, অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল ও মুহাম্মদ নাঈম হাসানের প্রার্থিতা বাতিল করা হয়।



প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে উল্লেখ না করায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।

এদিকে, এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা হবে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এটিএম মহব্বত আলীর প্রস্তাবকারী আবুল কালাম আজাদ। এ ব্যাপারে অন্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০ এপ্রিল এ নির্বাচনের তফশিল ঘোষিত হয়। ৩০ এপ্রিল মনোনয়ন সংগ্রহ ও জমাদান এবং চার মে বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মদ আলী। ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

তিনজনের প্রার্থিতা বাতিলের পর ৩০ মে অনুষ্ঠিতব্য এ উপ-নির্বাচনে প্রার্থী থাকলেন পাঁচজন।

এরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহহাব, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সিরাজ সুজা, বিএনএফের জেলা সাধারণ সম্পাদক কে এম মোতাসিম বিল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টির কাজী তৌহিদুল আলম ও স্বতন্ত্র প্রার্থী মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়।

হৃদরোগে আক্রান্ত হয়ে নয় মার্চ মাগুরা-এক আসন থেকে পরপর চার বার নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্টের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবর মারা গেলে এ আসনটি শূন্য হয়।

মাগুরা সদরের নয়টি ও শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে মাগুরা-এক আসন গঠিত। এখানকার মোট তিন লাখ ২৪ হাজার ৫৫ ভোটারের মধ্যে পুরুষের সংখ্যা এক লাখ ৬০ হাজার ৭২৩ ও নারীর সংখ্যা এক লাখ ৬৩ হাজার ৩৩২। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৪০টি।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।