ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

অগ্রহণযোগ্য প্রমাণ করতে বিএনপির নির্বাচন বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মে ৪, ২০১৫
অগ্রহণযোগ্য প্রমাণ করতে বিএনপির নির্বাচন বর্জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অগ্রহণযোগ্য প্রমাণ করার জন্য বিএনপি সিটি নির্বাচন বর্জন করেছে।

সোমবার (০৪ মে) দুপুরে মানিকগঞ্জ-সিংগাইর-ঢাকা আঞ্চলিক সড়কে দুইটি সেতুর উদ্বোধন, ভিত্তিপ্রস্তুর স্থাপন ও সেতুর চলমান কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের ট্রেন মিস করেছে, নির্বাচনের ট্রেন থেকে মাঝপথে নেমে গেছে। এখন নতুন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে।

তিনি আরো বলেন, জাতিসংঘসহ বিশে^র কয়েকটি দেশ যেভাবে তাদের মতামত ব্যক্ত করেছে তা বিশে^র কোনো দেশে ঘটে না।

এ সময় জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক, পৌর মেয়র রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।