ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় যুবদল নেতাকে গুলি করার তীব্র নিন্দা ড.রিপনের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মে ৪, ২০১৫
বগুড়ায় যুবদল নেতাকে গুলি করার তীব্র নিন্দা ড.রিপনের ড. আসাদুজ্জামান খান রিপন

ঢাকা: বগুড়ায় শহর যুবদল সভাপতিকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুলি করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান খান রিপন।

সোমবার বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে আসাদুজ্জামান রিপন বলেন, বগুড়ায় আইন প্রয়োগকারী সংস্থা বগুড়া শহর যুবদল সভাপতি মাসুদুর রহমান মাসুদের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে আবারো বরাবরের মত ‘বন্দুক যুদ্ধের’ সাজানো নাটকের অবতারণার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদ্বিগ্ন।

আইন প্রয়োগকারী সংস্থার এ ধরনের অমানবিক ভূমিকাকে আমরা তীব্র নিন্দা করছি। ‘

তিনি বলেন, এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার বক্তব্য কোনভাবেই বিশ্বাসযোগ্য না হওয়ায় আমরা এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।

এছাড়া তিনি জয়পুরহাট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেনকে হত্যা এবং বিএনপির সুনামগঞ্জ সদর থানা নেতা সেলিম ভুট্টোর গ্রেফতারের নিন্দা জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ০৪, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।