জবি: ফেসবুকে রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিবিরকর্মীকে পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত শিবিরকর্মীর নাম শামীম রিফাত রাজু।
সোমবার তিনটার দিকে নতুন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শামীম রিফাত তার ফেসবুক টাইমলাইনে নিজেকে শিবিরকর্মী হিসেবে দাবি করেছেন। সে ফেসবুকে নিজেকে শিবিরের একজন শপথের জনশক্তি হিসেবে উল্লেখ করেছেন। সেই সাথে সে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে।
এতে ক্ষুব্ধ হয়ে জবি ছাত্রলীগের সম্পাদক হাসান আহমেদ, নাজমুল, জামাল, ফিরোজ, তন্ময় , নাসিমসহ দশ বারোজন নেতাকর্মী শিবিরকর্মী শামীম রিফাতকে মারধর করে। পরে স্থানীয় হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে জবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, শামীমের ফেসবুক স্ট্যাটাস খতিয়ে দেখা হচ্ছে। তার বক্তব্য রাষ্ট্রদ্রোহী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘন্টা,মে ০৪,২০১৫
আইএএ/আরআই