ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

আজিমপুর কবরস্থানে পিন্টুর দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মে ৪, ২০১৫
আজিমপুর কবরস্থানে পিন্টুর দাফন সম্পন্ন নাসির উদ্দিন আহমেদ পিন্টু

ঢাকা: সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় রাজধানীর আজিমপুর কবরস্থানে সম্পন্ন হয়েছে বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর দাফন।

এর আগে হাজারীবাগের লেদার টেকনোলজি বিশ্ববিদ্যালয় মাঠে তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়।



লাশ দাফনের সময় পরিবার,এলাকাবাসী ও বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী বৃহস্পতিবার বাদ আসর আজিমপুর জামে মসজিদে পিন্টুর কুলখানি অনুষ্ঠিত হবে।

এদিকে লাশ দাফনের আগে, পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার ছোট ভাই নাসিমউদ্দিন আহমেদ রিন্টু।

তিনি বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যখন আমি ভাইয়ের লাশ আনতে জেলে যাই তখন জেল থেকে আমাকে একটি কাগজ দেয়া হয়। ওই কাগজে উল্লেখ ছিলো রোববার ১২টা ০২ মিনিটে তিনি অসুস্থ হন। অথচ তাকে রাজশাহী মেডিকেল কলেজে নেয়ার পর ১২টা ১০ মিনিটে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অাট মিনিটের মধ্যে কী  করে একজন স্টোকের রোগী মারা যায়।

উল্লেখ্য, রোববার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সাজাভোগরত অবস্থায় অসুস্থ হয়ে মারা যান নাসির উদ্দিন আহমেদ পিন্টু। বিডিআর বিদ্রোহের মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এসজেএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।