ঢাকা: ৫ মে সারা দেশে দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে ৬ মে হাটহাজারী কলেজমাঠে রিসালত সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সোমবার (০৪ মে) বিকেলে হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে হামলা চালানো হয়। এতে অনেকেই মারা যান বলে দাবি করা হয়।
ওই সমাবেশে হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় ৫ মে সারাদেশে মসজিদ-মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে।
আর ৬ মে বুধবার হাটহাজারী কলেজ মাঠে (পার্বতী উচ্চবিদ্যালয় ময়দান) শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, মে ০৫, ২০১৫
পিআর/এমএ