রংপুর: দলের ‘বেঈমান’ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। একইসঙ্গে তার দলের তিন মন্ত্রীকে পদত্যাগ করতেও বলেছেন তিনি।
সোমবার (৪ মে) বিকেলে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে দলের কার্যালয়ে মহানগর জাপা আয়োজিত কর্মী সভায় তিনি এ হুমকি দেন।
মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পার্টির জেলা আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর সদস্য সচিব এসএম ইয়াছির, মহিলা পার্টির জেলা সভানেত্রী মাহনারা বেগম এমপি প্রমুখ।
এরশাদ বলেন, জাতীয় পার্টির তিন মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। জয় বাংলা আওয়ামী লীগের শ্লোগান। এটা জাতীয় পার্টির শ্লোগান হতে পারে না।
তিন মন্ত্রীর উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, আমার টাকা নিয়ে নির্বাচন করে তারা আমার সঙ্গে বেঈমানি করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে।
যারা জাতীয় পার্টির অস্থিত্ব বিলীন করে জয় বাংলার শ্লোগান দেয় তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ারও আহ্বান জানান এরশাদ।
দলের চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির শ্লোগান জাতীয় পার্টি জিন্দাবাদ। দলের আদর্শকে বিসর্জন দেওয়া যাবে না।
তিনি বলেন, দেশে জাতীয় পার্টির বিকল্প নেই। মানুষ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।
তিন সিটি নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, এই নির্বাচন দলের অবস্থান মূল্যায়নের মাপকাঠি নয়। লাঙ্গল প্রতীকে নির্বাচন হলে বোঝা যাবে জাতীয় পার্টি কোথায় আছে। সিটি নির্বাচনে দলের দুর্বলতা কোথায় তা বোঝা গেছে। এখন এই দুর্বলতা দূর করতে হবে।
বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এইচএ