ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

নিয়মিত চেকআপে হাসপাতালে ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, মে ৫, ২০১৫
নিয়মিত চেকআপে হাসপাতালে ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গাজীপুর: নিয়মিত চেকআপ করাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার(৫ মে) সকাল পৌনে দশটায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ কাশিমপুরের জেলার নাসির হোসেন সংবাদটি নিশ্চিত করে বলেন, কিছুক্ষণ আগে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

এটা রুটিন চেকআপ। চেকআপ শেষে আবার কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, সকাল দশটায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে আনা হয়েছে। বেলা ১১টার পর মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
 
গাড়ি পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে অন্তত ৮৭টি মামলার আসামি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ কাশিমপুরে বন্দি আছেন।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।