ঢাকা: জামায়াত বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার (০৫ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে স্বাধীনতা-যোদ্ধা অধিকার ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মোজাম্মেল হক বলেন, ‘জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধ করেও আজ পর্যন্ত ক্ষমা চায়নি। তাই জামায়াত এ দেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না’।
দেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘সারাবিশ্বে কোনো যুদ্ধাপরাধীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাবজ্জীবন নয়’।
তিনি বলেন, ‘আমাদের দেশে গত তিন বছর ধরে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। আদালত ও অভিযুক্তরা অভিযোগ প্রমাণিত ও খালাস পেতে সর্বোচ্চ সময় পাচ্ছেন’।
যেসব যুদ্ধাপরাধীর রায় এখনও দেওয়া হয়নি তাদের দ্রুত রায় দেওয়া এবং যাদের রায় দেওয়া হয়েছে তা কার্যকর করতে ট্রাইব্যুনালের প্রতি আহ্বান জানান আ ক ম মোজাম্মেল হক।
রবার্টসন নামে একজন বিদেশি নাগরিক ‘মুক্তিযোদ্ধাদেরও যুদ্ধাপরাধী হিসেবে বিচার করুন’ এমন মন্তব্য করেছেন। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে।
তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, কারও চোখ রাঙানি দেখতে হয়’।
তিনি বলেন, ‘একজন বিদেশি নাগরিক কিভাবে একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এসব কথা বলে! এতো ধৃষ্টতা ও স্পর্ধা তার’!
একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখতে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে আহ্বান জানান মুক্তিযুদ্ধ মন্ত্রী।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আবদুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি মনসুরুল হক চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ০৫, ২০১৫
আরইউ/টিএইচ/আইএ