ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার গ্রেফতারে ‘জনতার অভিযাত্রা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মে ৫, ২০১৫
খালেদার গ্রেফতারে ‘জনতার অভিযাত্রা’ ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানুষ হত্যার দায়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার গ্রেফতার ও বিচার দাবিতে আগামী ৭-৮ মে (বৃহস্পতি-শুক্রবার) সিলেট অভিমুখে ‘জনতার অভিযাত্রা’ কর্মসূচি পালিত হবে।
 
বৃহস্পতিবার (০৭ মে) বঙ্গবন্ধু স্টেডিয়ামের পূর্ব গেইট থেকে শ্রমিক-কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ব্যানারে সব শ্রেণি-পেশার মানুষ এ অভিযাত্রায় অংশ নেবেন।


 
মঙ্গলবার (০৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি এ অভিযাত্রার ঘোষণা দেন।
 
শাজাহান খান বলেন, হরতাল-অবরোধের নামে মানুষ হত্যা, অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেফতার ও বিচার করা উচিত। এর আগেও একই দাবিতে আমরা নানা কর্মসূচি পালন করেছি। এ অভিযাত্রা শেষে কোনো ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
 
তিনি বলেন, আগামী ২২-২৪ মে এ সংগঠন এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে উত্তরবঙ্গেও একই কর্মসূচি পালন করা হবে।
 
শাজাহান খান অভিযোগ করে বলেন, খালেদা জিয়া আদমজী জুট মিল বন্ধ করে ২৫ হাজার শ্রমিক-কর্মচারীকে বেকার করেছেন। বন্ধ করেছেন ছোট, মাঝারি, বড় প্রায় ৫ হাজার শিল্প-প্রতিষ্ঠান। বেকার করেছেন লক্ষাধিক শ্রমিককে। এর প্রতিবাদে আদমজীতে আগামী ১০ জুলাই সমাবেশ করা হবে।
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘জঙ্গি নেত্রী’ আখ্যা দিয়ে তার গ্রেফতার ও শাস্তির দাবিতে এসব কর্মসূচিতে সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী শাজাহান খান।
 
বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার দোসর জামায়াত-শিবিরের বিচার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও হুঁশিয়ার দেন তিনি।
 
তিনি বলেন, ২০ দলীয় জোটের নৈরাজ্যের জবাব মানুষ সম্প্রতি অনুষ্ঠিত হওয়া (২৮ এপ্রিল) তিন সিটি করপোরেশন নির্বাচনে ব্যালটের মাধ্যমে দিয়েছে।
 
সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইসমত কাদির গামা, সদস্য সচিব জেড এম কামরুল আনাম উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মে ০৫, ২০১৫
আরইউ/টিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।